Posts

Showing posts with the label Poem

সম্পর্কের ইতিকথা

সম্পর্কের ইতিকথা খোলা জানালার কাঁচ দিয়ে দেখছি এই শহরটাকে, ভাঙতে দেখি কত সম্পর্ক সময়েরই অজুহাতে। আজ তুমি রাজা আর সে যে রাস্তার ফকির। সম্পর্ক হয়না কেন সোনা আর কালোমাটির? তবু ঐ অসময়ে ঢেকে সে রেখেছিল তোমায়। খনির মতো বুকের মাঝে দিয়েছিল ঠাঁই। হায় হতভাগী, আজ তবে কোথায় সে যাবে? মাঝ দরিয়ার আধার সে, কোনদিকে তে পাবে? রাজা, তুমি এগিয়ে যাও, চেপে প্রমোদতরী। আজকের ফকির, কাল সে হবে বিশ্বের সম্রাজ্ঞী।