কোয়ারেন্টাইন
১ বর্তমান সময় -ধবধবে সাদা কাপড়ে ঢাকা বিছানার মাঝে রাখা ফোনটা অনেকক্ষণ ধরেই বেজে চলেছে। তবু সেটাকে রিসিভ করার মতো মনের অবস্থা বা ইচ্ছে কোনোটাই নেই সৌমেনের। আজ তিনদিন হয়ে গেছে। অনর্গল ফোন আসছে। মেসেজ, ভিডিয়ো কলের কথা তো ছেড়েই দিলাম। বাইরে আকাশটা আজ মেঘলা করে এসেছে। মাঝে মাঝে বিদ্যুতের রেখা কেউ এঁকে দিচ্ছে কালো মেঘের মাঝখান দিয়ে। হোটেলের রুম থেকে এক পা বেরোনোর অনুমতি নেই তার। রুমের এসিটা কমিয়ে দিল। কেনো জানিনা খুব ঠান্ডা লাগছে। পা টা অবশ হয়ে আসছে। আবার মোবাইলটা নড়ে উঠল। কালো স্ক্রিনের ওপর রঙিণ আলোটা আবার খেলে গেল। ফোন টাকে কি বন্ধ ক...